মধ্যপ্রাচ্যে ঘটতে যাচ্ছে দারুণ কিছু জিনিস
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন মধ্যপ্রাচ্যে দারুণ কিছু ঘটনার প্রকৃত সুযোগ তৈরি হয়েছে। তাঁর নিজ সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোষ্টে একথা বলেন তিনি। কিন্ত তিনি এ বিষয়ে স্পষ্ট করে এখনও কিছু বলেননি।
ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, প্রথমবারের মতো বিশেষ কিছু ঘটতে যাচ্ছে, যার কারণে সবাই প্রস্তুত আছে এবং আমরা এটা সম্পূর্ণ করবো।
এর পূর্বে গত মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বেশ কয়েকটি মুসলিম দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। ট্রাম্প গাজা যুদ্ধের সমাপ্তি, বন্দিদের মুক্তি নিশ্চিত করা ও হামাসকে বাদ দিয়ে এই অঞ্চলকে শাসন কাজ পরিচালনা করাসহ মোট ২১ দফা পরিকল্পনা উপস্থাপন করেন।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, তিনি পশ্চিম তীরকে ইসরাইলের সাথে যুক্ত করার অনুমতি প্রদান করবেন না।