সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমালোচক হিসেবে বেশ পরিচিত কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো, তার স্ত্রী ও ছেলেকে নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন অর্থ দপ্তর। গতকাল শুক্রবার (২৪ অক্টোবর) অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

বিবৃতিতে কলম্বিয়ার প্রেসিডেন্টকে ‘মাদক ব্যবসায়ীদের পৃষ্ঠপোষক’ বলে উল্লেখ করে স্কট বলেছেন, প্রেসিডেন্ট পেত্রো ক্ষমতায় আসার পর হতে কোকেন উৎপাদনে উত্থান ঘটেছে কলম্বিয়াতে। তিনি বলেছেন, এই কোকেন উৎপাদনকারী ও ব্যবসায়ীদের দমন করার পরিবর্তে প্রেসিডেন্ট পেত্রো আরো এদের পৃষ্ঠপোষকতা করেছেন; যেহেতু আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিকে মাদকের ক্ষতিকর ছোবল হতে রক্ষা করতে প্রতিজ্ঞাবদ্ধ তাই কলম্বিয়ার প্রেসিডেন্টের উপর নিষেধাজ্ঞা জারির মতো কঠোর পদক্ষেপ আমরা গ্রহণ করছি। আমরা যুক্তরাষ্ট্রে কোনো রকম মাদকপাচার সহ্য করব না।

নিষেধাজ্ঞা জারির প্রতিক্রিয়া হিসেবে পেত্রো দাবি করেছেন যুক্তরাষ্ট্রের বিবৃতিতে মিথ্যাচার করা হয়েছে। এক্স-এ পোস্ট করা একটি বার্তায় কলম্বিয়ার প্রেসিডেন্ট বলেছেন, যুক্তরাষ্ট্রের ট্রেজারি মন্ত্রণালয় যা বলছে, তা সম্পূর্ণ মিথ্যা। আমার নেতৃত্বাধীন সরকারের আমলে কোকেনের উৎপাদন ‍বৃদ্ধি নয়, বরং হ্রাস পেয়েছে আগের থেকে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর