সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ ভিডিওচিত্র ২

যুক্তরাষ্ট্র কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর ভিসা বাতিল করছে। গতকাল নিউইয়র্কে তিনি মার্কিন সেনাদের নির্দেশ অগ্রাহ্য করার আহ্বান জানান। তার এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এই পদক্ষেপ গ্রহণ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বক্তব্যে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ‘পেত্রোর উদাসীন ও প্ররোচনামূলক কর্মকাণ্ডের কারণে তার ভিসা বাতিল করা হবে।’

শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের বাইরে ইসরায়েলবিরোধী এক সভায় পেত্রো বলেন, ‘আমি মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সব সৈন্যদের সাধারণ মানুষের দিকে বন্দুক তাক না করার জন্য আবেদন করছি। ট্রাম্পের আদেশ উপেক্ষা করুন এবং মানবতার আদেশ পালন করুন।’

যুক্তরাষ্ট্রের ভিসা বাতিলের জন্য এখনও কোনো জবাব দেয়নি।

এর পূর্বে গত মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে ট্রাম্পের তীব্র পর্যালোচনা করেন পেত্রো। তিনি জানান, মার্কিন নেতা গাজায় চলমান গণহত্যার সাথে জড়িত।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর