সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

কোনো প্রার্থীই প্রয়োজনীয় ৫০ শতাংশের অধিক ভোট না পাওয়ার জন্য চিলিতে দ্বিতীয় দফায় গড়ালো প্রেসিডেন্ট নির্বাচন। দ্বিতীয় দফায় ভোট অনুষ্ঠিত হবে আগামী ডিসেম্বরে। দ্বিতীয় দফাতে ভোট হবে একজন কমিউনিস্ট পার্টি ও একজন অতি-ডানপন্থী প্রার্থীর মাঝে।

রবিবার প্রথম দফা ভোট অনুষ্ঠিত হয়েছে। এই প্রথম দফা ভোটে বামপন্থী জোটের প্রার্থী জেনেট জারা পেয়েছে ২৬ দশমিক ৭১ শতাংশ ভোট। তার প্রতিদ্বন্দ্বী কট্টর-ডানপন্থী রক্ষণশীল নেতা হোসে অ্যান্তোনিও কাস্ত পেয়েছে ২৪ দশমিক ১২ শতাংশ ভোট। দ্বিতীয় দফা ভোটে আবারো মুখোমুখি হবেন তারা।

কাস্ত অভিবাসীদের ঠেকাতে চিলি-বলিভিয়া সীমান্তে প্রাচীর এবং পরিখা নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছে।

জারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য আরও অধিক পুলিশ নিয়োগ, অপরাধ মোকাবেলাতে ব্যাংকিং খাতে গোপনীয়তা তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর