কতবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করলো ইসরাইল
গত ১০ অক্টোবর হতে কার্যকর হওয়া গাজার যুদ্ধবিরতি চুক্তি মোট ১৯৪ বার লঙ্ঘন করেছে ইসরাইলি বাহিনী। রবিবার গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় এই তথ্যটি জানায়। ইসরাইলের যুদ্ধবিরতি অমান্যের বিষয়ে মধ্যস্ততাকারীদের নিকট প্রতিদিনই প্রতিবেদন জমা দেওয়া হয় বলে জানায় গাজা কর্তৃপক্ষ।
গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের পরিচালক ইসমাইল আল-থাওয়াবতেহ আনাদোলুকে বলেন, এইসব লঙ্ঘনের মাঝে অন্তর্ভুক্ত আছে তথাকথিত ‘হলুদ রেখা’ অতিক্রম করে ইসরাইলি বাহিনীর প্রবেশ, চিকিৎসা সরবরাহ, ওষুধ ও তাঁবু গাজাতে প্রবেশ বন্ধ করা, পাশাপাশি গুলি, গোলাবর্ষণ ও সামরিক অনুপ্রবেশ তো আছেই।
থাওয়াবতেহ বলেছেন, ‘চুক্তি কার্যকর হওয়ার পরে হতে এখন অব্দি দখলদার বাহিনী মোট ১৯৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করে। আমরা আশা করেছিলাম যে এ চুক্তি সকলের জন্য স্বস্তি বয়ে আনবে।’
তিনি আরও বলেছেন, তারা এ লঙ্ঘনের সম্পর্কে মধ্যস্থতাকারীদের নিকট প্রতিনিয়ত প্রতিবেদন জমা দিচ্ছেন।
ইসরাইলি বাহিনী বারবার ‘হলুদ রেখা’ অতিক্রম করে আবাসিক এলাকাতে যানবাহন পাঠাচ্ছে, বেসামরিক এলাকাতে হামলা করছে ও এইসব হামলাতে অনেক মানুষ হতাহত হচ্ছে বলেও বলেন তিনি। ফিলিস্তিনিদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে থাওয়াবতেহ বলেছেন, ‘হলুদ রেখার’ কাছাকাছি যাওয়া এখন বিপজ্জনক, কারণ ইসরাইল পূর্বেও কোনো রকম সতর্কতা ছাড়াই সেখানে সাধারণ মানুষদের হত্যা করেছে।
এখানে ‘হলুদ রেখা’ বলতে বোঝানো হয়েছে সেই অঞ্চলগুলোকে, যেখান হতে ইসরাইলি বাহিনী যুদ্ধবিরতি চুক্তির অধীনে ১০ অক্টোবর হামলা প্রত্যাহার করে।
স্বাধীনতার বার্তা / মেবি
