সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

দক্ষিণ-পশ্চিম চীনে ট্রেনের ধাক্কাতে ১১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুইজন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কুনমিংয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানায় স্থানীয় কর্মকর্তারা। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, নিহতরা সকলেই রেলওয়ের কর্মী।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোর বেলা ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ের লুওয়াংজেন স্টেশনে ভূমিকম্প শনাক্তকরণ সরঞ্জাম পরীক্ষা করছিল এই ট্রেনটি। ওই সময় ট্রেনের ধাক্কাতে মারা যান একটি বাঁকানো রেললাইনে থাকা কর্মীরা।

এই দুর্ঘটনার পরে রেল কর্তৃপক্ষ আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। দুর্ঘটনার জন্য অনুসন্ধানে তদন্ত চলমান আছে।

এই দুর্ঘটনার জন্য কিছুক্ষণ বন্ধ থাকার পরে লুওয়াংঝেন স্টেশনে রেল চলাচল ফের স্বাভাবিক হয়।

বিশ্বে সবচেয়ে বড় রেলনেটওয়ার্ক আছে চীনের। সব কিছু মিলিয়ে দেশটিতে আছে ১ লাখ ৬০ হাজার কিলোমিটার এর দীর্ঘ রেলপথ।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর