মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক হাজারের বেশি কর্মীকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে।
এক হাজার একশ সাতজন সিভিল সার্ভিস কর্মী এবং ২৪৬ জন ফরেন সার্ভিস কর্মকর্তাকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে বলে লিখেছেন বিবিসি। কেন্দ্রীয় সরকারের কর্মীদের গণছাঁটাই ও দপ্তর ঢেলে সাজানোর ট্রাম্প প্রশাসনের বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চলতি বছরের শুরুতে সরকারি দপ্তরগুলো ঢেলে সাজানোর বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে পররাষ্ট্র দপ্তরের প্রায় ১ হাজার ৫০০ কর্মী স্বেচ্ছায় পদত্যাগ করেন। এই ব্যাপক বহিষ্কার যুক্তরাষ্ট্রের কূটনৈতিক কার্যক্রম ও মানবিক সহায়তা কর্মসূচিগুলোকে ক্ষতিগ্রস্ত করবে মনে করেন সমালোচকরা।
এদিকে ভবনের বাইরেও অনেক বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড হাতে জড়ো হন। তাতে লেখা— ‘থ্যাংক ইউ টু আমেরিকা’স ডিপ্লোম্যাটস’ এবং ‘উই অল ডিজার্ভ বেটার’।
গত বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মালয়েশিয়ায় বলেন, কর্মী চাকরিচ্যুতি এখানে মুখ্য নয়। যখন কোনো দপ্তর বন্ধ হয়ে যায়, তখন সেই দপ্তরের পদগুলোরও আর প্রয়োজন থাকে না। এটা আসলে মানুষের নয়, পদের অবলুপ্তি ঘটেছে।