ক্যালিফোর্নিয়া জাদুঘর হতে ঐতিহাসিক নিদর্শন চুরি
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া জাদুঘর
হতে ১,০০০-এরও অধিক ঐতিহাসিক নিদর্শন চুরির ঘটনা ঘটে। চুরি হওয়া বস্তুগুলির মাঝে আছে আদি আমেরিকান ঝুড়ি, ধাতব গয়না, শিল্পকর্ম ও ক্যালিফোর্নিয়ার অতীতের গল্প বলার মতো সব বিরল সংগ্রহ।
শুক্রবার যুক্তরাষ্ট্রভিভিক গণমাধ্যম সিএনএন একটি প্রতিবেদনে এই তথ্যটি জানিয়েছে।
ওকল্যান্ড পুলিশ বলেন, গত ১৫ অক্টোবর ভোরে শহরের ওই স্টোরেজ সুবিধাতে চুরির ঘটনাটি ঘটেছে। জাদুঘরের পরিচালক লরি ফোগার্টি বলেন, এইটি কোনো পরিকল্পিত শিল্প চুরি নয় বরং সুযোগের অপরাধ বলে মনে হচ্ছে আমার। “চোরেরা ভবনে ঢোকার পথ খুঁজে পেয়ে ও তারা সহজে যেটি পেয়েছে, সেটি নিয়েই ভবন হতে বেরিয়ে গেছে।’ চুরি হওয়া জিনিসের মাঝে আছে প্রয়াত শিল্পী ফ্লোরেন্স রেসনিকফের গলার অলঙ্কার, স্ক্রিমশ খোদাই করা ওয়ালরাসের দাঁত ও বহু আদিবাসী আমেরিকান ঝুড়ি। বেশিরভাগই ছিল বিংশ শতাব্দীর ঐতিহাসিক স্মারক যেমন প্রচারণার ব্যাজ আর ক্রীড়া পুরস্কার।
জাদুঘরের পরিচালক বলেছেন, “এইটি শুধুমাত্র জাদুঘরের নয় বরং এটি পুরো সম্প্রদায়ের ক্ষতি। আমরা আশা রাখছি
জনসাধারণ আমাদের এইসব নিদর্শন ফিরিয়ে আনতে সাহায্য করবে।” এ ঘটনার মাত্র চার দিন পূর্বে প্যারিসের বিখ্যাত লুভর জাদুঘর হতেও চোরেরা প্রকাশ্যে নেপোলিয়নের অমূল্য রত্ন চুরি করে নিয়ে গেছে। যদিও পরে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়, কিন্ত রত্নগুলো এখনো উদ্ধার করা হয়নি।
স্বাধীনতার বার্তা / মেবি
