সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

ব্রিটেনের ব্রিস্টল জাদুঘর হতে প্রায় ৬শ'র অধিক মূল্যবান শিল্পকর্ম চুরি হওয়ার ঘটনা ঘটে। এই ঘটনাতে বেশ নড়েচড়ে বসেছে অ্যাভন ও সমারসেট পুলিশ। একটি প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে। 

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) একটি বিবৃতিতে পুলিশ বলেছে, চার সন্দেহভাজন ব্যক্তির ছবি প্রকাশ করা হয়েছে। তাদের বিষয়ে তথ্য দিতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে।

ব্রিস্টল সিটি কাউন্সিল জানায়, চুরি যাওয়া শিল্পকর্মের majhe আছে গয়না, পদক, খোদাই করা হাতির দাঁত, ব্যাজ, রুপার জিনিসপত্র, ব্রোঞ্জের মূর্তিসহ বিভিন্ন শিল্পকর্ম।

তদন্তকারী কর্মকর্তারা জানায়, চুরি যাওয়া শিল্পকর্মগুলোর সাংস্কৃতিক মূল্য অনেক বেশ। জাদুঘরের কর্মকর্তারা বলেন, এইসব জিনিস সাংস্কৃতিক দিক হতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অনেক দেশের মানুষের নিকট এর বিশেষ তাৎপর্য আছে।

কিন্তু, চুরির দুই মাসের অধিক সময় পরে কেন সন্দেহভাজন ব্যক্তিদের তথ্য চেয়ে তাদের ছবি প্রকাশ করা হলো, সেটি নিয়ে বিস্তারিত কিছু এখনো জানায়নি পুলিশ। 

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর