সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

ব্রাজিলের দক্ষিণাঞ্চলে ভারি শিলাবৃষ্টির আঘাতে আহত হয়েছে অন্তত ২৫০ জন। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক বাড়িঘর।

রবিবার (২৩ নভেম্বর) দেশটিতে ভারি বৃষ্টিপাতের পাশাপাশি শুরু হয়েছিল শিলা বর্ষণ। সাধারণের তুলনাতে আকারে বেশ বড় ও ভারী বরফখণ্ডগুলো আঘাত করে এরেচিম শহর ও এর আশেপাশের এলাকাতে। এই শিলাবৃষ্টির আঘাতে ক্ষতিগ্রস্ত হয় অসংখ্য যানবাহন ও বাড়ির ছাদ। ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ১০ হাজারেরও অধিক পরিবার। 

একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, অনেক শিলাখণ্ড 'বেসবল-আকারের' যেটি বাড়িঘর ও ব্যক্তিগত সম্পত্তি ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে। সেই সঙ্গে, বাসস্থানের ভিতরে বিশাল শিলাগুলো জানালা ও কাচের দরজাতে আঘাত করছে ও ভেঙে ফেলছে। 

স্থানীয় সরকার জানায়, ক্ষয়ক্ষতি নিরূপণ ও পরিচ্ছন্নতাতে কাজ করছে সিভিল ডিফেন্স, অগ্নিনির্বাপক ও সামরিক ব্রিগেডের সকল কর্মীরা। সাহায্যের কাজে যোগ দিয়েছে স্বেচ্ছাসেবকরাও।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর