ভিয়েতনামে বন্যা
ভিয়েতনামের মধ্যাঞ্চলে রেকর্ড পরিমাণ প্রবল বৃষ্টিপাত ও বন্যাতে চলতি সপ্তাহে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা বলেছেন, বন্যাতে পাঁচ জন এখনো পর্যন্ত নিখোঁজ আছেন।
গত রবিবার ও সোমবার ২৪ ঘন্টা যাবত রেকর্ড ১ দশমিক ৭ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি) পর্যন্ত বৃষ্টিপাত হয়।
ভিয়েতনাম দুর্যোগ ও জলাশয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (ভিডিডিএমএ) একটি প্রতিবেদনে বলে, হিউ, দা নাং, লাম ডং ও কোয়াং ত্রি-প্রদেশে বন্যাতে প্রায় ৩৫ জনের মৃত্যু হয়েছে।
ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হোই আনের প্রাচীন শহরটিতে কোমর পর্যন্ত পানিতে প্লাবিত হয়ে গেছে।
স্থানীয় একটি প্রধান নদী তীরবর্তী অঞ্চলগুলোকে ৬০ বছরের মাঝে সর্বোচ্চ উচ্চতাতে প্লাবিত করেছে। রবিবার বৃষ্টিপাত অব্যাহত থাকার জন্য স্থানীয় বাসিন্দারা কাঠের নৌকাতে করে শহরে চলাচল করছেন।
ভিডিডিএমএ জানায়, প্রায় ১৬ হাজার ৫০০ টিরও অধিক ঘরবাড়ি বন্যায় ডুবে গেছে, ৪০ হাজারের মতো হাঁস-মুরগি ও গবাদি পশু বন্যার পানিতে ভেসে গেছে ও ৫ হাজার ৩০০ হেক্টরের মতো ফসলি জমি বন্যার পানিতে ডুবে গেছে।
স্বাধীনতার বার্তা / মেবি
