যুক্তরাষ্ট্রের কারখানায় ভয়াবহ বিস্ফোরণ
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের একটি বিস্ফোরক তৈরির কারখানাতে ঘটেছে এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনা। এই ঘটনায় এখনো ১৯ জন নিখোঁজ আছে।
স্থানীয় সময় সকালে ন্যাশভিল হতে কমপক্ষে ৫০ মাইল পশ্চিমে অবস্থিত ম্যাকইউইনের অ্যাকিউরেট এনার্জেটিক সিস্টেমস কারখানায় এই দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার পরে ঘটনাস্থলে যায় যুক্তরাষ্ট্রের বিউরো অব অ্যালকোহল, টোব্যাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভস, হোমল্যান্ড সিকিউরিটি ও টেনেসি ব্যুরো অব ইনভেস্টিগেশনসহ একাধিক সংস্থাসমূহ।
কারখানাটির ওয়েবসাইটে দেয়া তথ্য অনুসারে, অ্যাকিউরেট এনার্জেটিক সিস্টেমস সামরিক, মহাকাশ, ধ্বংস ও খনন শিল্পের উদ্দেশ্যে বিস্ফোরক ও এনার্জেটিক ডিভাইস তৈরি করা হয়ে থাকে।
স্বাধীনতার বার্তা / মেবি
