সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

যুক্তরাষ্ট্রে প্রায় ১ ট্রিলিয়ন বা ১ লাখ কোটি মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। সাত বছর পর ওয়াশিংটন সফরে এসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর এই ঘোষণা দেন তিনি।

মঙ্গলবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশে দাঁড়িয়ে সাংবাদিকদের মোহাম্মদ বিন সালমান বলেন, ‘আমি বিশ্বাস করি, আজ বা আগামীকাল আমরা ঘোষণা করতে পারবো যে এই ৬০০ বিলিয়ন ডলারের প্রকৃত বিনিয়োগে বাড়িয়ে আমরা প্রায় ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত করতে যাচ্ছি।’

এমবিএস নামে পরিচিত সৌদি যুরাজ আরও জানান, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং চুম্বকসহ বিভিন্ন খাতে দুই দেশ বহু চুক্তি স্বাক্ষর করবে, যা ‘বড় ধরনের বিনিয়োগ সুযোগ তৈরি করবে।’

এ সময় ট্রাম্প কিছুটা বিস্ময় প্রকাশ করে বলেন, ‘মানে আপনি বলতে চাইছেন, ৬০০ বিলিয়ন এখন ১ ট্রিলিয়ন হবে?’

জবাবে এমবিএস বলেন, ‘নিশ্চিতভাবেই, কারণ আজ যে চুক্তিগুলো আমরা করছি, সেগুলোই এ বিনিয়োগ বৃদ্ধিকে সহজ করবে।’

ট্রাম্প এসময় সৌদি ক্রাউন প্রিন্সকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই, কারণ আপনি যুক্তরাষ্ট্রে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগে সম্মত হয়েছেন। আর যেহেতু তিনি আমার বন্ধু, তাই হয়তো এটি ১ ট্রিলিয়নও হতে পারে— তবে আমাকে একটু এটা নিয়ে কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা ৬০০ বিলিয়ন নিশ্চিত ভাবেই ধরতে পারি, তবে এই অংক আরও কিছুটা বাড়তেও পারে।’

এদিকে যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত প্রিন্সেস রিমা বিনতে বান্দার আল সউদ এক এক্স বাতায় ট্রাম্প ও ক্রাউন প্রিন্সের বৈঠকে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি বড় চুক্তি স্বাক্ষরের ঘটনাকে ‘সৌদি-যুক্তরাষ্ট্র সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ দিন’ বলে উল্লেখ করেছেন।

তিনি বলেন, ‘দুই দেশ কিছু যুগান্তকারী দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তিগুলো দুই দেশে বিনিয়োগ বাড়াবে, সৌদি ও মার্কিন নাগরিকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করবে এবং আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় আমাদের যৌথ প্রতিশ্রুতি আরও জোরদার করবে।’ তবে এসব চুক্তির বিস্তারিত তিনি উল্লেখ করেননি।

সূত্র: আনাদোলু

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর