ফেরত পাওয়া অধিকাংশ ফিলিস্তিনির মৃতদেহ বিকৃত
ইসরায়েল হতে ফেরত পাওয়া ফিলিস্তিনি মৃতদেহগুলোর মাঝে অধিকাংশই বিকৃত অবস্থাতে আছে ও বেশ কয়েকটি মৃতদেহের হাত দড়ি দিয়ে বাঁধা ছিল বলে জানিয়েছেন গাজার চিকিৎসকরা।
চিকিৎসক ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলি ও ফিলিস্তিনি মৃতদেহ ফেরতের প্রক্রিয়াতে পার্থক্য বেশ স্পষ্ট। ইসরায়েলি মৃতদেহগুলোর ক্ষেত্রে তাদের পরিচয়, মৃত্যুর স্থান ও পরিস্থিতি বিস্তারিতভাবে প্রকাশ করা হয়েছে, কারণ হামাস এই সংক্রান্ত সকল তথ্য সরবরাহ করেছে। তবে ফিলিস্তিনি মৃতদেহগুলোর ক্ষেত্রে কোনো প্রকার পরিচয় নেই— কেবল সাদা কাফনের উপরে নম্বর লেখা আছে।
গাজার নাসের হাসপাতালের চিকিৎসকরা জানায়, বহু পরিবার হাসপাতালে এসে তাদের প্রিয়জনদের চেনার চেষ্টা করলেও অধিকাংশ মরদেহই অচেনা অবস্থাতে আছে। মৃতদেহগুলোর মাঝে অনেকগুলোতে নির্যাতনের চিহ্ন আছে, ও অধিকাংশই বিকৃত অবস্থাতে আছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুসারে, ইসরায়েলি কর্তৃপক্ষ এখন অব্দি মোট ২৮৫টি মরদেহ হস্তান্তর করেছে। এর মাঝে অল্প কয়েকটিরই পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়েছে।
যেসকল মরদেহের পরিচয় শনাক্ত করা যাবে না, সেগুলোকে দেইর আল-বালাহ অঞ্চলে গণকবরে দাফন করা হবে বলে জানা যায়।
স্বাধীনতার বার্তা / মেবি
