বিজয় দিবস উপলক্ষ্যে মোদির পোস্ট উল্লেখ নেই বাংলাদেশের নাম
মহান বিজয় দিবস উপলক্ষ্যে একটি পোস্ট করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু এই পোস্টে তিনি কোথাও বাংলাদেশের নাম উল্লেখ করেননি। সেই পোস্টে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসকে ভারতের বিজয় দিবস হিসেবে ইঙ্গিত করেন মোদি।
আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এই পোস্ট করেছেন।
পোস্টে মোদি লিখেন, ‘বিজয় দিবসে, আমরা আমাদের সে সাহসী সেনাদের স্মরণ করছি যাদের সাহসিকতা ও আত্মত্যাগ ১৯৭১ সালে ভারতের একটি ঐতিহাসিক বিজয় নিশ্চিত করেছিলো। তাদের দৃঢ় মনোবল ও নিঃস্বার্থ সেবা আমাদের দেশকে রক্ষা করেছে ও আমাদের দেশের ইতিহাসে একটি গৌরবান্বিত মুহুর্ত খোদাই করে দিয়েছে।’
তিনি আরও লিখেন, ‘এ দিনটিতে তাদের সাহসকে সম্মান জানাচ্ছি ও তাদের অসাধারণ মনোবলকে মনে করছি। সেনাদের এ বীরত্ব ভারতের অনেক প্রজন্মকে অনুপ্রাণিত করে আসছে।’
স্বাধীনতার বার্তা / মেবি
