সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা বিজয় দেবরাকোন্ডা সাম্প্রতিক এক সড়ক দুর্ঘটনায় পড়েছেন। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে হায়দরাবাদের শহরতলিতে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় গাড়িতে বিজয় ছাড়াও পরিবারের দুজন সদস্য ছিলেন। তাঁর ব্যক্তিগত গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ধাক্কা খায় বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। তবে কেউ গুরুতর আহত হননি। গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও সবাই নিরাপদে বের হয়ে আসেন। স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা শেষে অভিনেতাকে বাসায় ফিরিয়ে আনা হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ভক্তদের মধ্যে উৎকণ্ঠা দেখা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে অভিনেতার সুস্থতা কামনা করেন। পরে বিজয় এক্স (টুইটার)-এ লিখে জানান, “সব ঠিক আছে। সামান্য দুর্ঘটনা হয়েছে, কিন্তু চিন্তার কিছু নেই। আমি ভালো আছি।” বিজয় দেবরাকোন্ডা বর্তমানে একটি নতুন অ্যাকশন সিনেমার শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। দুর্ঘটনার পর তিনি কয়েকদিন বিশ্রাম নেবেন বলে জানা গেছে। প্রযোজনা সূত্র জানিয়েছে, শুটিং সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, তবে দ্রুতই পুনরায় শুরু হবে।

‘আরজুন রেড্ডি’, ‘গীতা গোবিন্দম’, ‘লায়গার’-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করে বিজয় দেবরাকোন্ডা দক্ষিণ ভারতের অন্যতম প্রভাবশালী তারকায় পরিণত হয়েছেন। তাই তাঁর এই দুর্ঘটনার খবর মুহূর্তেই সারা ভারতে ভাইরাল হয়ে যায়। বর্তমানে অভিনেতা ও তাঁর পরিবারের সবাই সুস্থ রয়েছেন, এবং চিকিৎসকরা তাঁকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর