সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ ভিডিওচিত্র ২

ভুটানের সাথে প্রথম সীমান্তবর্তী রেলপথ নির্মাণের ঘোষণা দিয়েছে ভারত। সোমবার ভারতের পররাষ্ট্র সচিব বলেন, ভারত ও ভুটানের মাঝে মোট ৮৯ কিলোমিটার দীর্ঘ রেললাইন প্রকল্পের কাজ অতিদ্রুত শুরু হতে যাচ্ছে। ৪৫৪ মিলিয়ন ডলারের প্রকল্পটি চার বছরের মাঝে সম্পন্ন হবে।

একটি রেলপথ যাবে পশ্চিমবঙ্গের বানারহাট হতে ভুটানের সামৎসে পর্যন্ত ও অন্যটি যাবে আসামের কোকরাঝাড় হতে ভুটানের গেলেফুর পর্যন্ত।

ভারতের রেলমন্ত্রণালয় বলেছেন, এই দুইটি রেল প্রকল্পের কারণে খরচ হতে পারে প্রায় চার হাজার ৩৩ কোটি রুপি।

২০২৪ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভুটান সফরে গিয়েছিল। সেই সময় তিনি এ রেল প্রকল্পের বিষয়ে চুক্তি স্বাক্ষর করেন বলে জানা যায়।

ভুটানের প্রায় সকল আমদানি-রপ্তানি ভারতীয় বন্দর দিয়ে করা হয়। তাই ভুটানের অর্থনীতি দ্রুত অগ্রগতির কারণে এই রেল সংযোগ অনেক জরুরি।’

তিনি আরও জানান, এই ৮৯ কিলোমিটার রেলপথ ভুটানকে ভারতের এক লাখ ৫০ হাজার কিলোমিটার দীর্ঘ রেল নেটওয়ার্কের সাথে যুক্ত করবে।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর