বহু বছর পরে দক্ষিণ আমেরিকার দেশগুলোর সাথে বাণিজ্য চুক্তি ইইউ'র
২৫ বছর যাবত আলোচনার পরে দক্ষিণ আমেরিকার দেশগুলোর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে ইউরোপীয় ইউনিয়ন। গতকাল (১০ জানুয়ারি) একটি প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এই তথ্য জানিয়েছে।
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে মার্কাসুর বাণিজ্য জোটের অন্তর্ভুক্ত দেশগুলোর সঙ্গে খুঁটিনাটি আলোচনা শেষে এই চুক্তিটি চূড়ান্ত করা হয়েছে। এতে করে উভয়পক্ষের মাঝে বাণিজ্য আরো সহজ হবে বলে আশা প্রকাশ করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দের লিয়েন।
কমিশনের হিসাব অনুসারে, এই চুক্তির জন্য বছরে প্রায় ৪ বিলিয়ন ইউরো রফতানি শুল্ক সাশ্রয় করতে পারবে সংশ্লিষ্ট এই কোম্পানিগুলো।
মার্কাসুর এই বাণিজ্য জোটে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল, আর্জেন্টিনা, প্যারাগুয়ে এবং উরুগুয়ে অন্তর্ভুক্ত। এই দেশগুলোতে স্বর্ণ, তামাসহ ব্যাটারি শিল্পের জন্য প্রয়োজনীয় বেশকিছু গুরুত্বপূর্ণ খনিজের মজুদ আছে। কিন্তু, এই চুক্তি পরিবেশ বিপর্যয় ডেকে আনতে পারে, এমন শঙ্কাতে ফ্রান্স আর বেলজিয়ামে বিক্ষোভ করছে কৃষকরা।
স্বাধীনতার বার্তা / মেবি
