সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ ভিডিওচিত্র ২

নেপালে জেন-জি বিক্ষোভের কারণে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির অন্তর্বর্তী সরকার। আরো চারজন কর্মকর্তাসহ এই সাবেক প্রধানমন্ত্রীর পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছে।

রবিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিক্ষোভ চলাকালীন দমন-পীড়নের তদন্তকারী বিচার বিভাগীয় কমিশনের প্রস্তাবে পাসপোর্ট বাজেয়াপ্ত করার পদক্ষেপ নেযওয়া হয়।

গত ৮এ সেপ্টেম্বর নিউ বানেশ্বরে ফেডারেল পার্লামেন্ট ভবন ও এর আশেপাশে বিক্ষোভের দমনে পুলিশের গুলিতে ১৯ জন তরুণ নিহত হয়েছে। বিক্ষোভে সরকারি বাহিনীর প্রচুর দমন-পীড়নে পরবর্তীতে মৃতের সংখ্যা বেড়ে ৭৫ জনে এসে পৌঁছায়। বিক্ষোভের ফলে অলি সরকারের পতন ঘটে।ভ্রমণ নিষেধাজ্ঞায় থাকা এই পাঁচজন নেতা দেশ ত্যাগ করতে পারবেন না। এমনকি কাঠমান্ডু ত্যাগেও তাদের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

কমিশনের চেয়ারম্যান বলেছেন, তদন্তের অংশ হিসেবে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এরপূর্বে এক রাজনৈতিক সভায় নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি বলেছেন, দেশকে বর্তমান সরকারের হাতে ছেড়ে দিয়ে তিনি কখনো পালাবেন না।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর