সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

মার্কিন চাপ থাকা সত্ত্বেও ভারতকে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহে প্রস্তুত আছে রাশিয়া। এমন আশ্বাস দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের তীব্র সমালোচনা করেছেন তিনি। যেখানে ওয়াশিংটন নিজেই মস্কো হতে পারমাণবিক জ্বালানি কিনছে, সেখানে ভারতের উপর বিধিনিষেধের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন পুতিন।

ভারতের সবচেয়ে বিশাল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম নির্মাণে একটি ফ্ল্যাগশিপ প্রকল্প পরিচালনার কথাও বলেন পুতিন। তিনি বলেছেন, ছয়টির মাঝে দুইটি রিয়্যাক্টর ইউনিট এরই মধ্যে জ্বালানি নেটওয়ার্কে যুক্ত হয়েছে। কেন্দ্রটি পুরোপুরি চালু করা হলে ভারতের জ্বালানি চাহিদা পূরণে উল্লেখযোগ্য অবদান রাখবে বলে আশাবাদ জানান পুতিন।

দু'দিনের ভারত সফর শেষ করে শুক্রবার রাশিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি।

ভারতের বেশিরভাগ পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ হচ্ছে রাশিয়া হতে তেল কিনে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করছে ভারত। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে দিল্লি।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর