ভারতে ভূমিধসে বাসের ১৫ জন যাত্রী নিহত
ভারতের হিমাচল প্রদেশের বিলাসপুর জেলায় ভূমিধসে একটি চলন্ত বাসচাপা পড়ে ও ন্যূনতম ১৫ জন যাত্রী নিহত হয়েছেন। এছাড়াও আরো তিনজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। বাসটিতে মোট ৩০ হতে ৩৫ জন যাত্রী ছিলেন বলে জানা যায়।
বাসটি হরিয়ানার রোহতক হতে বিলাসপুরের নিকটে ঘুমারউইনে যাচ্ছিল। মঙ্গলবার সন্ধ্যায় তীব্র বৃষ্টিতে ভূমিধসে পাহাড় হতে পাথর ধসে বাসের উপর পড়ে। তৎক্ষণাৎ
স্থানীয় লোকজন ছুটে এসে উদ্ধার কাজে অংশ নেন। কিছুক্ষণের মাঝেই পুলিশ ও দুর্যোগ ত্রাণ দল ঘটনাস্থলে পৌঁছে যায়।
তবে পাথরের ওজন ও পরিমাণ এত বেশি ছিল যে, উদ্ধারকর্মীদের এক্সকাভেটর ব্যবহার করে বাসের ছাদ কেটে ভেতরে ঢুকতে হয়েছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু গভীর শোক প্রকাশ করেছেন ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের পরিবারকে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল হতে ২ লাখ টাকা করে ও আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন বলে জানা যায়।
স্বাধীনতার বার্তা / মেবি
