কেন বাতিল হচ্ছে যুক্তরাষ্ট্রের হাজারো ফ্লাইট
যুক্তরাষ্ট্রে পাঁচ হাজারেরও অধিক ফ্লাইট বাতিল অথবা বিলম্বিত হয়েছে। ফেডারেল সরকারের চলমান শাটডাউনের জন্য বিমান চলাচলে ব্যাহত হচ্ছে। সরকারি কর্মী সংকটের জন্য শুক্রবার (৭ নভেম্বর) দেশটির মোট ৪০টি গুরুত্বপূর্ণ বিমানবন্দরে ফ্লাইট বাতিল হয়েছে।
কর্মী ঘাটতির জন্য, ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন একটি জরুরি আদেশ আরোপ করে ফ্লাইট ৪ শতাংশ কমানোর নির্দেশ দিয়েছে। পরিস্থিতি অপরিবর্তিত থাকলে সেটি ১৫ হতে ২০ শতাংশে উন্নীত হতে পারে বলে ধারণা করছেন পরিবহনমন্ত্রী সিন ডেফি।
আমেরিকান, সাউথওয়েস্ট ও ডেলটার মতো বিমান সংস্থাগুলো জানায়, তারা যাত্রীদের অসুবিধার জন্য অর্থ ফেরত এবং বিনা মূল্যে ফ্লাইট পরিবর্তনের সুযোগ দিচ্ছে।
মোট ৪০টি প্রধান বিমানবন্দরে ফ্লাইট বাতিল করা হয়। এরমাঝে নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, শিকাগো ও ওয়াশিংটন ডিসির মতো বড় শহরও আছে।
ভার্জিনিয়ার রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরে গড়ে চার ঘন্টা, অ্যারিজোনার ফিনিক্স স্কাই হারবার আন্তর্জাতিক বিমানবন্দরে ৯০ মিনিট ও শিকাগো, হিউস্টন ও অস্টিনের প্রধান বিমানবন্দরে অন্তত এক ঘন্টা ফ্লাইট বিলম্ব হচ্ছে।
বিভিন্ন শ্রমিক ইউনিয়ন জানায়, এক মাসেরও অধিক সময় যাবত বেতন ছাড়াই কাজ চালিয়ে যাওয়ার কারণে অনেকেই মানসিক চাপে আছেন। বাধ্য হয়ে বহু মানুষ দ্বিতীয় চাকরি নিতে বাধ্য হন।
স্বাধীনতার বার্তা / মেবি
