সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ ভিডিওচিত্র ২

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির পক্ষে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ওবামার কার্যালয় হতে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘গাজায় যে অমানবিক অত্যাচার চলছে তা অবহেলা করা অগ্রহণযোগ্য। উভয় পক্ষকে এমন একটি সমাধানের পথ খুঁজে বের করতে হবে, যেখানে একটি নিরাপদ ইসরায়েলের পাশাপাশি একটি নিরাপদ ফিলিস্তিন রাষ্ট্র ও স্বাধীনতা বিদ্যমান থাকবে।’

গাজার যুদ্ধ সম্পর্কে সাবেক মার্কিন প্রেসিডেন্টের বিরল মন্তব্য এমন সময় এসেছে যখন নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন এই ইস্যুতে উদ্দীপ্ত হয়ে উঠেছে।

বারাক ওবামা বলেন, ‘আমি মনে করি, আমাদের জন্য এই বিষয়টি গুরুত্বপূর্ণ আমরা যারা এই আক্রমণের সাথে সরাসরি যুক্ত নই তাদের এটা বলা, এ মুহূর্তে শিশুদের ক্ষুধার্ত থাকতে দেওয়া যেতে পারে না। এরই মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে আরও ভস্মীকরণ করার কোনো যুক্তি নেই।’

শুক্রবার আয়ারল্যান্ডের ডাবলিনে এক অনুষ্ঠানে বারাক ওবামা বলেন, ইসরায়েলের সব আচরণে একমত না হওয়ার কারণে দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ঘনিষ্ঠ বন্ধু হতে পারিনি।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে শুক্রবার নেতানিয়াহুর ভাষণের শুরুতে অনেক দেশের প্রতিনিধি ওয়াকআউট করেন। এর ফলে বক্তব্যে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ায় কড়া জবাব দেন নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে জটিল সম্পর্কের কথা উল্লেখ করে বারাক ওবামা বলেন, 'আমরা সব সময় সব বিষয়ে একমত ছিলাম না।' দুর্ভাগ্যবশত, অনেক সময় নেতৃত্ব এবং সংসদ সদস্যরা এমন একটি স্বকেন্দ্রিক সম্পর্ক বজায় রাখেন যা শুধু ‘আমরা বনাম তারা'। কারণ, এর ফলে তাদের ক্ষমতায় অবিচল থাকা সহজ হয়। এটা একটি আকর্ষণীয় খেলা। তিনি জোর দিয়ে বলেছেন, গাজার মানুষের কাছে সহায়তা পৌঁছানোর অনুমতি দিতে হবে। ওবামা আরও বলেছেন,  ‘সাধারণ মানুষদের থেকে খাবার এবং পানি দূরে রাখার কোনো যুক্তি হয় না।’

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর