সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ ভিডিওচিত্র ২

ব্যাটিং-বোলিং সব মিলিয়ে দুর্দান্ত খেলল বাংলার মেয়েরা। মারুফা আক্তারের তোপের পর মারাত্মক জাদু উপহার দিলেন স্বর্ণা আক্তার। দুজনের দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাট হাতে ঝলক দেখিয়ে ফিফটি করেন রুবিয়া হায়দার। দাপুটে পারফরম্যান্সে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে বাংলাদেশ নারী দল নারী ক্রিকেট বিশ্বকাপ শুরু করল। ১১৩ বল হাতে রেখেই জয় নিশ্চিত হলো।

লক্ষ্য পূরণ করতে নেমে ফিফটি হাঁকান রুবিয়া হায়দার। তার হাফ সেঞ্চুরির উপর নির্ভর করে ৩ উইকেট হারিয়ে ১৩১ রান তুলে জয়ের দেখা পায় লাল-সবুজ জার্সিধারীরা। ক্যাপ্টেন জ্যোতির ব্যাট হতে আসে ২৩ রান। আর সোবহানা মোস্তারি ২৪* রানে অপরাজিত থেকে যান।

বাংলাদেশের দাপুটে বোলিংয়ের কারণে নারী ক্রিকেট বিশ্বকাপে প্রথম ম্যাচে মাত্র ১২৯ রানে হাপিয়ে যায় পাকিস্তান। পাকিস্তানের হয়ে ব্যক্তিগতভাবে সর্বোচ্চ ২৩ রান করেন রামিন শামিম। দলীয় স্কোরে ২২ রান যোগ করতে সক্ষম হন ক্যাপ্টেন ফাতিমা সানা। এছাড়াও মুনিবা আলী ১৭, সিদরা নাওয়াজ ১৫ ও আলিয়া রিয়াজ ১৩ রান যোগ করেন। মাত্র ১৬* রানে অপরাজিত থেকে যান দিয়ানা বেগ।

বাংলাদেশের হয়ে পাঁচ রান দিয়ে তিন উইকেট হাকিয়ে নেন স্বর্ণা আক্তার। মারুফা ও নাহিদা আক্তার দুটি করে উইকেট নেন।

তার পূর্বে নারী ক্রিকেট বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বেছে নেয় পাকিস্তানের নারী দল।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর