সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

ভয়াবহ আগুনের লেগেছে আমস্টারডামের ঐতিহাসিক ভন্দেলপার্ক চার্চে। নতুন বছর উদযাপনের জন্য জ্বালানো আতশবাজির আগুনে পুড়ে যায় প্রায় দেড়শ' বছরের পুরোনো গীর্জাটির বিশাল অংশ।

আজ (০১ জানুয়ারি) একটি প্রতিবেদনে এই তথ্য জানায় ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফ। এই ঘটনাতে কোনোরকম হতাহতের খবর এখনো পাওয়া যায়নি। 

ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌঁছানোর পূর্বেই গীর্জাটির প্রায় পুরো অবকাঠামোতে ছড়িয়ে গেছে আগুন। ভেঙ্গে পড়েছে ভবনটির ঐতিহাসিক চূড়াটি। ধসে গেছে ছাদের বিশাল একাংশ।

আগুনের তীব্রতা অতিরিক্ত বেড়ে যাওয়ার কারণে এলাকাটিতে জরুরি অবস্থা জারি করেছে প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টার পাশাপাশি আশেপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

এর পূর্বে, আতশবাজির আগুনে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পার্শ্ববর্তী হিলেগম ও গ্রোনিনগেন শহর। এইসব ঘটনার জেরে চলতি বছর হতে দেশটিতে আতশবাজি নিষিদ্ধের আইন জারির কথা জানায় কর্তৃপক্ষ।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর