আসামে উৎখাত করা হচ্ছে ৫৮০ পরিবার
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যের গোয়ালপাড়া জেলাতে সরকারি বনভূমিকে কথিত দখলদারমুক্ত করতে অভিযান চালাচ্ছে রাজ্য সরকার। গতকাল রবিবার ভারতীয় এক সংবাদমাধ্যমে এই খবর জানানো হয়েছে।
খবরে বলা হয়েছে, গোয়ালপাড়াতে দহিকাটা সংরক্ষিত বনাঞ্চলে মোট এক হাজার ১৪০ বিঘা (৩৭৬ একর) জমি অবৈধ দখলদারদের হতে মুক্ত করার জন্য এই অভিযান চালানো হচ্ছে। যার ফলে উৎখাতের মুখে পড়েছে মোট ৫৮০টি পরিবার। সরকারি কর্মকর্তারা জানিয়েছে, এদের বেশিরভাগই হচ্ছে বাংলাভাষী মুসলমান।
গোয়ালপাড়ার ডেপুটি কমিশনার প্রদীপ তিমুং ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে বলেছে, শান্তিপূর্ণভাবে এই উচ্ছেদ অভিযান চলছে। স্থানীয়দের দুই সপ্তাহ পূর্বেই স্থান খালি করে যাওয়ার জন্য নোটিশ দেয়া হয়েছে।
তিনি বলেছেন, ৭০ ভাগ লোকই নোটিসের মাঝেই এই এলাকা ছেড়ে গেছে ও বাকিদের উচ্ছেদের প্রক্রিয়া চলমান রয়েছে।
গুয়াহাটি হাইকোর্টের আদেশ অনুযায়ীই এই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি। কিন্ত এই বিষয়ে আদালতে বেশ কয়েক দফা পিটিশনের শুনানি চলমান আছে।
স্বাধীনতার বার্তা / মেবি
