সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

যুক্তরাষ্ট্রে ১৩ বছর বয়সী এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। কারণ সে স্কুলের কম্পিউটারে চ্যাটজিপিটিতে লিখেছিল “আমার বন্ধুকে কিভাবে হত্যা করব”? স্কুলের মনিটরিং সফটওয়্যার গ্যাগল বার্তাটি শনাক্ত করে ক্যাম্পাস পুলিশকে জানায়।

পরবর্তীতে ফ্লোরিডার সাউথ ওয়েস্টার্ন মিডল স্কুল থেকে ছেলেটিকে আটক করা হয়। এ বেপারে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, বন্ধুকে ট্রল করছিল বলে মজার ছলে এটি করেছিল।

স্কুলে সহিংসতার কারণে পুলিশ এই বিষয়টিকে গুরুত্ব সহকারে নেয় এবং কিশোরকে সংশোধনাগারে পাঠায়।

পরবর্তীতে স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের সতর্ক করে বলে, সন্তানদের এআই ব্যবহারে সচেতন থাকতে হবে।

উল্লেখ্য বিষয় এর আগেও ক্যালিফোর্নিয়ায় ১৬ বছর বয়সী এক কিশোর আত্মহত্যার করার জন্য চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করেছিল। এ ঘটনায় চ্যাটজিপিটির ভূমিকা নিয়ে মামলা হয়, আর গ্যাগল সফটওয়্যার নিয়েও নজরদারির অভিযোগ উঠেছে।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর