সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ ভিডিওচিত্র ২

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিশেষজ্ঞ, বিনোদন খাত, ইভেন্ট ও ভ্রমণপিপাসুদের জন্য নতুন চারটি ভিজিট ভিসা চালু করেছে। গত সোমবার (২৯ সেপ্টেম্বর) ফেডারেল অথরিটি ফর আইডেনটিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি (আইসিপি) এ তথ্য জানায়।

মঙ্গলবার গালফ নিউজ আরেকটি প্রতিবেদনে জানিয়েছে, আমিরাতের এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো বিশ্বের মেধাবী বিশেষজ্ঞ, উদ্যোক্তা ও প্রতিভাবানদের আকর্ষণ করা, বিশেষ করে প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, বিনোদন ও পর্যটন খাতে।এই ভিসা প্রযুক্তি ও এআই খাতে বিশেষজ্ঞদের জন্য। নির্দিষ্ট সময়ের জন্য একক বা একাধিকবার যাতায়াতের অনুমতি মিলবে। তবে এর জন্য প্রযুক্তি খাতে লাইসেন্সপ্রাপ্ত কোনো প্রতিষ্ঠানের সুপারিশপত্র থাকতে হবে।

অস্থায়ী সময়ের জন্য বিদেশি নাগরিকদের বিনোদনমূলক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ দেবে এই ভিসা।

পর্যটন বাড়াতে একাধিকবার যাতায়াতের সুযোগ থাকবে এ ভিসায়। এটি মূলত ক্রুজ শিপ ও লিজার বোট পর্যটকদের জন্য। ভিসার শর্ত হিসেবে পর্যটন পরিকল্পনা ও অনুমোদিত অপারেটরের নিশ্চয়তা থাকতে হবে।

কেন গুরুত্বপূর্ণ

নতুন ভিসা ক্যাটাগরি চালুর মাধ্যমে ইউএই একদিকে প্রযুক্তি ও এআই বিশেষজ্ঞদের আকর্ষণ করছে, অন্যদিকে বিনোদন ও সংস্কৃতি খাতকে সহায়তা করছে। একই সঙ্গে আন্তর্জাতিক ইভেন্টে অংশগ্রহণ সহজ করবে এবং ক্রুজ ও অবকাশ পর্যটন বাড়াবে, যা দেশটির অর্থনীতি ও পর্যটন খাতকে আরও এগিয়ে নেবে।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর