আরব সাগরে পাকিস্তান নৌবাহিনীর সামরিক অনুশীলন
আরব সাগরে অনুশীলন চালায় পাকিস্তান নৌবাহিনী। ছোঁড়া হয় FM-90 সারফেস-টু-এয়ার মিসাইল। যেটি চীনা HQ-17 এ নৌ সংস্করণ।
গত সোমবার (১৫ ডিসেম্বর) একটি বিবৃতিতে এই বিষয়টি জানায় আইএসপিআর।
ইসলামাবাদের দাবি হচ্ছে, ক্ষেপণাস্ত্রটি খুবই সুনিপুণভাবে আকাশে থাকা লক্ষ্যবস্তুকে দ্রুতগতিতে ধ্বংস করতে সক্ষম হয়। যেটির পাল্লা ছিল আনুমানিক ১৫ কিলোমিটার। সমুদ্রপৃষ্ঠ হতে সর্বোচ্চ ৬ কিলোমিটার উচ্চতাতে উঠতে পারে এই মিসাইলটি।
আইএসপিআর জানিয়েছে, সাধারণত দ্রুতগতিতে ছুটতে থাকা লক্ষ্যবস্তু যেটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ফেলে, সেটি ধ্বংসে এই রকমের স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।
স্বাধীনতার বার্তা / মেবি
