শেখ হাসিনার রায় নিয়ে কী শিরোনাম করল আনন্দবাজার
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনাতে করা মামলাতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তিনটি অভিযোগ প্রমাণিত হয়। প্রথম অভিযোগে আমৃত্যু কারাদণ্ড এবং দ্বিতীয় অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুন্যাল।
এই রায়কে নিয়ে প্রতিবেদন করেছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার। তারা শিরোনাম করে, ‘শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডই দিল বাংলাদেশের ট্রাইবুনাল! রায় ঘোষণা হওয়া মাত্রই হাততালিতে ফেটে পড়ল আদালত কক্ষ।’
প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। বিচারপতি সবাইকে শান্ত হতে অনুরোধ করেন। হাসিনার পাশাপাশি বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকেও মৃত্যুদণ্ড দেয় বাংলাদেশের আন্তর্জাতিক ট্রাইবুনাল। অপর অভিযুক্ত হলো সাবেক পুলিশকর্তা আল-মামুন। কিছু ক্ষেত্রে ক্ষমা প্রদর্শন করার মাধ্যমে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
স্বাধীনতার বার্তা / মেবি
