সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

নতুন করে অন্তত ১৪ হাজার কর্মীকে ছাঁটাই করেছে অ্যামাজন। কিন্ত এইবারের ছাঁটাইয়ের কারণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কিংবা কোম্পানির খরচ কমানোর জন্য নয় বরং এর সাথে কোম্পানির সংস্কৃতি জড়িত।

অ্যামাজনের সিইও অ্যান্ডি জ্যাসি বলেছেন, কর্মী ছাঁটাই করার এই ঘোষণাটির পিছনে আসলে কোনো আর্থিক কারণ নেই, এইটি আসলে সংস্কৃতিগত একটি কারণে করা। কেননা এসব কর্মীরা অ্যামাজনের সংস্কৃতির সাথে মানিয়ে ঠিক চলছিল না। জ্যাসি এই বছর অ্যামাজনের সংস্কৃতিকে নতুনভাবে ঢেলে সাজাতে এক বিরাট পরিকল্পনা হাতে নিয়েছে। এই পরিকল্পনাটির উদ্দেশ্য হলো - কর্মক্ষমতার মানদণ্ড যেন উন্নত হয়, শৃঙ্খলা জোরদার হয় ও আমলাতান্ত্রিকতা দূর হয়।

বেথ গ্যালেত্তি অ্যামাজনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট একটি পোস্টে জানান, কর্মী ছাঁটাইয়ের পিছনে এআই নেই বলার পরও এআইয়ের অতিদ্রুত পরিবর্তনের ফলস্বরূপ কোম্পানিতে কর্মী সংখ্যা কমছে। তিনি আরও বলেন, ইন্টারনেট আসার পরে হতেই কৃত্রিম বুদ্ধিমত্তা সর্বোচ্চ রূপান্তরমূলক প্রযুক্তি ও অনেক দ্রুততার সঙ্গে নতুন উদ্ভাবনে সাহায্য করে আসছে কোম্পানিগুলোকে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর