আলজেরিয়াতে ভয়াবহ দাবানল
আলজেরিয়ার মোট আটটি প্রদেশে দাবানলে পুড়ছে সর্বমোট ২২টি বন। ভয়াবহ আগুনে জ্বলছে টিপাজা প্রদেশ। দাবানলের ভয়াবহতাতে কিছু এলাকা হতে বাসিন্দাদের সরিয়ে নেয় কর্তৃপক্ষ। শুক্রবার একটি প্রতিবেদনে এই তথ্য জানায় বার্তা সংস্থা আনাদোলু।
বৃহস্পতিবার একটি বিবৃতিতে আলজেরিয়ার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১০ টা ৩০ মিনিট অব্দি অন্তত ২২টি অগ্নিকাণ্ডের ঘটনা রেকর্ড করা হয়। যার মাঝে ১১টি আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করছে দমকল বাহিনী। বাকি ১১টি দাবানল সম্পূর্ণরূপে নিভে গেছে কিংবা নিবিড় নজরদারিতে আছে।
বিবৃতিতে বলা হয়েছে, দেশের পূর্ব, মধ্য ও পশ্চিমে মোট আটটি প্রদেশে আগুন লাগার খবর পাওয়া যায়। এর মাঝে টিপাজার পাহাড়ে আগুন সবচেয়ে প্রবল। আগুনের তীব্রতা বাড়তে থাকার কারণে নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা।
স্বাধীনতার বার্তা / মেবি
