সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

তুরস্কের ইস্তাম্বুলে চলমান শান্তি আলোচনার মধ্যেই পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত লাগোয়া এলাকাতে পাক সেনাবাহিনীর পাঁচ সদস্য ও ২৫ সন্ত্রাসী মোট ৩০ জন নিহত হয়েছেন। রবিবার পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) একটি বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

পাকিস্তানের আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, শুক্রবার ও শনিবার আফগানিস্তানের ভূখণ্ড হতে সীমান্ত পেরিয়ে পাকিস্তানের কুররাম ও উত্তর ওয়াজিরিস্তান জেলায় অনুপ্রবেশের চেষ্টা করেছে কিছু সন্ত্রাসীরা। পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্তের দুর্গম এই এলাকাতে সশস্ত্র বাহিনীর বাধার ফলে জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা নস্যাৎ হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, জঙ্গিদের অনুপ্রবেশের এ চেষ্টা আফগানিস্তান সরকারের উদ্দেশ্য নিয়ে এক প্রকার সন্দেহ তৈরি করেছে। বিশেষ করে আফগান ভূখণ্ড হতে সন্ত্রাসবাদ দমনে প্রতিশ্রুতি দেওয়ার পরেও এ ধরনের অনুপ্রবেশের চেষ্টা নিয়ে এক বিরাট প্রশ্ন দেখা দিয়েছে।

চলতি মাসের শুরুর দিকে দুই দেশের সেনাবাহিনীর মাঝে সংঘর্ষের পরে নতুন করে যুদ্ধের ঝুঁকি এড়িয়ে যেতে পাকিস্তান ও আফগানিস্তানের কর্মকর্তারা বর্তমানে ইস্তাম্বুলে বৈঠক করছেন। ২০২১ সালে তালেবান কাবুল দখলের পরে প্রতিবেশী দুই দেশের মধ্যে এটিই ছিল সবচেয়ে বড় প্রাণঘাতী সীমান্ত সংঘাত।

তালেবান বরাবরই জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগটি অস্বীকার করে বলেছে যে পাকিস্তানের আন্তঃসীমান্ত সামরিক অভিযান আফগান সার্বভৌমত্বের লঙ্ঘনের অন্তর্ভুক্ত।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর