ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের করা জবাব দিয়েছেন আফগান সেনা প্রধান
বাগরাম ঘাঁটি নিয়ে ট্রাম্পের বক্তব্যের জবাবে ইমারতের বীর সেনাপ্রধান ফাসিহউদ্দিন হাফি. সাফ জানিয়ে দিয়েছেন,
আফগানের এক ইঞ্চি মাটিও দখল করতে দেওয়া হবে না।তিনি আরও বলেন: আমরা কারও হুমকিতে ভয় পাই না।
বন্ধুত্ব চাইলে বন্ধুত্ব,আর শত্রুতা করলে তার জবাব হবে কঠিন প্রতিশোধ।
সেনাপ্রধান হুশিয়ারী করে বলেন:
২০ বছরের যুদ্ধ প্রমাণ করেছে আল্লাহর রহমতে আমরা আমাদের ভূমি রক্ষা করতে সক্ষম হয়েছি।
সুতরাং শহীদদের আত্মত্যাগ ভুলে গিয়ে কোনো প্রকার লজ্জাজনক চুক্তি করা হবে না।
আমাদের শক্তিশালী এবং সুসংগঠিত বাহিনী সর্বদা প্রস্তুত আছে।
২০২১ সালে মার্কিন সেনা প্রত্যাহারের পর দেশটির ঘাঁটিগুলো তালেবানের দখলে চলে যায় এবং যুক্তরাষ্ট্র সমর্থিত কাবুল সরকারের পতন ঘটে। তবে আফগান কর্মকর্তারা নতুন করে মার্কিন সেনাদের উপস্থিতির বিরোধিতা করেছেন।
বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, বাগরাম পুনর্দখলের প্রচেষ্টা আফগানিস্তানে নতুন করে আগ্রাসনের মতো দেখা যেতে পারে। এ জন্য অন্তত ১০ হাজার সেনা এবং উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করতে হবে।
বর্তমান তালেবান সরকার আরো শক্তিশালী হয়ে উঠেছে ,কোনো প্রকার দখলদারিত্ব মেনে নিবে আফগান সরকার ।