আবারো পূর্ব প্রশান্ত মহাসাগরে নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা
ফের পূর্ব প্রশান্ত মহাসাগরে নৌযান লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এই হামলাতে প্রাণ যায় কমপক্ষে চারজনের।
গতকাল বুধবার (১৭ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড (সাউথকম) হামলার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে বলে জানায় দেশটির গণমাধ্যম সিএনএন।
ওয়াশিংটনের দাবি হচ্ছে, মাদক পাচার করছিল এই নৌযানটি। আরো দাবি করা হয়, মাদক পাচারের জন্য ব্যবহৃত নৌরুটে অবস্থানের সময় এতে হামলা চালানো হয়।
এর পূর্বে, গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) একই স্থানে তিনটি নৌযানে হামলা চালিয়েছে মার্কিন সেনারা। এতে করে কমপক্ষে ৮ জন নিহত হয়েছে।
গত সেপ্টেম্বর হতেই ক্যারিবিয়ান সাগর ও প্রশান্ত মহাসাগরে একের পর এক হামলা চালায় যুক্তরাষ্ট্র। যদিও বহু আইন বিশেষজ্ঞ এইসব হামলাকে বেআইনি বলে অভিহিত করেন।
স্বাধীনতার বার্তা / মেবি
