আবারো দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে হামলা
ভারতের দিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ফটকে অন্তত দুই শতাধিক দুষ্কৃতিকারী জমায়েত হয়ে বাংলাদেশ বিরোধী নানা স্লোগান দিতে থাকে। রবিবার (২১ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে তারা বিক্ষোভ করেছে। এরপরে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে সংঘবদ্ধ দুষ্কৃতিকারীরা হামলা চালিয়েছে। এ নিয়ে পরপর দু'দিন হামলা করা হলো। একটি বিশ্বস্ত সূত্রে জানা যায়, এরা সকলেই ‘অখন্ড হিন্দুরাষ্ট্র’ নামক উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠনের সদস্য। এ উগ্রবাদী সংগঠনের অন্যতম একটি ঘোষিত লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে অখন্ড ভারতের অঙ্গীভূত করা।
এ ঘটনার প্রাপ্ত ভিডিও ফুটেজে দেখা গেছে যে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিত দায়িত্বরত সদস্যরা এই সময় নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছেন। এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাঝে কেউ কেউ ওই সন্ত্রাসীদেরকে উৎসাহ প্রদান করেছেন।
পরপর দু'দিন দূতাবাসের সামনে এহেন সন্ত্রাসী কর্মকান্ডের ফলে হাইকমিশনে অবস্থিত কর্মকর্তা ও পরিবারবর্গের সদস্যরা গভীরভাবে ভীত ও সন্ত্রস্ত হয়ে পড়েছে বলে জানা যায়।
স্বাধীনতার বার্তা / মেবি
