গাজায় ইসরাইলি হামলায় নিহত ৭০
গাজা উপত্যকাজুড়ে ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলকে হামলা স্থগিত করার আহ্বান জানানোর পরেও আক্রমণ চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী।
শনিবার (৪ঠা অক্টোবর) বোমা ও বিমান হামলায় নিহতদের মাঝে অন্তত ৪৫ জন মারা যান গাজাতে। সদ্য সপ্তাহগুলোতে ইসরাইলি বাহিনী গাজাতে অনবরত হামলা চালিয়ে যাচ্ছে। যার কারণে কমপক্ষে দশ লাখ বাসিন্দা দক্ষিণে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
এর পূর্বে শুক্রবার ট্রাম্প ইসরাইলকে গাজায় বোমাবর্ষণ বন্ধ করার আহ্বান জানান। তিনি বলেন, জিম্মিদের মুক্তির প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে হামাস ও তিনি বিশ্বাস করেন, তারা স্থায়ী সুখ শান্তির কারণে প্রস্তুত। কিন্ত ট্রাম্পের দেয়া আহ্বান অগ্রাহ্য করেই ইসরাইলি বাহিনী পুরো গাজা উপত্যকাজুড়ে হামলা চলমান রেখেছে। গাজার রিমাল, সাবরা, তেল আল-হাওয়া, নাসর ও বিচ ক্যাম্প এলাকাগুলোতেও ইসরেইলি সেনারা হামলা চালিয়েছে। হামলার পরে আরও অন্তত ১১ জনের লাশ হাসপাতালে আনা হয়।