ইসরায়েলি হামলায় ৬৫ জন নিহত গাজায়
ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে আরও ৬৫ জনের মৃত্যু হয়েছে গাজায়।
আজ বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, গাজায় ইসরায়েলের অনবরত হামলা ও ধ্বংসযজ্ঞ থামার কোনো লক্ষণই নেই বরং তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বুধবার ভোর হতে রাত পর্যন্ত কমপক্ষে ৬৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। অপরদিকে হামাস যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি মেনে নেবে কি না তা নিয়ে এখনও অনিশ্চিত।
বুধবার গাজার জায়তুন এলাকার আল-ফালাহ স্কুলে দুইটি মিসাইল আঘাত হানে। যুদ্ধের জন্য আশ্রয়কেন্দ্রে রূপান্তরিত হওয়া ওই স্কুলে শত শত অসহায় মানুষ ছিলেন। হামলার সাথে সাথেই ফিলিস্তিনি সিভিল ডিফেন্স কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান কিন্তু উদ্ধারকাজ শুরু করার সাথে সাথেই আরেকটি হামলা হয় ও এতে তারা গুরুতর আহত হয়। আহতদের মাঝে মুন্তাসির আল-দাহশান নামের এক কর্মী নিহত হয়। গাজা সিটির পশ্চিমে আল-শিফা হাসপাতালের সামনে অজ্ঞাত ১১ জনের মরদেহ গণকবরে দাফন করা হয়েছে। গাজার সবচেয়ে বৃহত্তম হাসপাতালটি টানা হামলার মুখে রয়েছে। যার ভিতরে কিডনি ডায়ালাইসিস রোগীরা চরম ঝুঁকিতে রয়েছেন।