৬জন গুপ্তচরকে মৃত্যুদণ্ড দিল ইরান
বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী চক্রের ছয় জনের মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি। শনিবার সকালে একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে—এই ছয়জন ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে বহু সশস্ত্র হামলা ও বোমা বিস্ফোরণের সাথে জড়িত ছিলেন।
তাদের বিপক্ষে অভিযোগ আনা হয়েছে যে, গুপ্তচররা ‘বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে যোগ দিয়েছেন। বোমা তৈরি ও বিভিন্ন জায়গায় পুঁতে রাখা, খোররামশাহরে গ্যাস স্টেশনে বিস্ফোরণ ঘটানো, ব্যাংকে সশস্ত্র হামলা, সামরিক কেন্দ্রের দিকে গ্রেনেড নিক্ষেপ ও মসজিদে গুলি চালানো। এর পূর্বে ২৯এ সেপ্টেম্বর ইসরাইলের হয়ে কাজ করা গুপ্তচর বাহমান চৌবি নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ড জারি করে ইরান।
চৌবি ইসরাইলি গোয়েন্দা সংস্থার সাথে খুব ঘনিষ্ঠভাবে কাজ করতেন। তার নিকট ইসলামি প্রজাতন্ত্র ইরানের সকল গুরুত্বপূর্ণ ও গোপনীয় তথ্যভান্ডারে বিশেষ প্রবেশাধিকার ছিল।