গাজায় ইসরাইলী হামলায় নিহত ২৪
গাজায় যুদ্ধ বন্ধে আজ কায়রোতে আলোচনায় বসছে হামাস ও ইসরাইলের প্রতিনিধি দল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বান দেয়ার পরেও গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। ইসরাইলী বাহিনীর হামলায় একদিনে মারা গেছে আরও ২৪ জন ফিলিস্তিনি।
ইসরাইল বলেছে গাজায় কোনো প্রকার যুদ্ধবিরতি নেই। ইসরাইলি সেনাপ্রধান জানিয়েছেন, তাদের সামরিক অভিযানে কিছুটা পরিবর্তন এসেছে।
গাজাতে কয়েকটি আবাসিক ভবন উদ্দেশ্য করে হামলা চালিয়েছে ইসরাইল। বিশেষ করে তাল আল-হাওয়া এলাকা, শাতি শরণার্থী শিবির ও নাসর এলাকায়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অনাহারে আরও একজনের মৃত্যু হয়েছে। ২০২৩ সালের ৭ইঅক্টোবর হতে গাজায় ইসরাইলের হামলায় অন্তত ৬৭ হাজার ১৩৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় এক লাখ ৬৯ হাজার ৫৮৩ জন। হাজার হাজার মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে বলে ধারণা করা যাচ্ছে।
