১৬ বছরের নিম্নে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারেনিষিদ্ধ করল যে সকল দেশ
বর্তমান বিশ্বের সর্বপ্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়া তাদের ১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরদের জন্য ফেসবুক, এক্স, টিকটক, ইউটিউবসহ সব রকমের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করে আইন করে।শিশু-কিশোরদের সামাজিক মাধ্যমের ক্ষতিকর প্রভাব হতে দূরে রাখার ক্ষেত্রে নেয়া এ পদক্ষেপ আগামীতে অন্যদেশের জন্য 'অনুসরণীয়' হয়ে থাকবে বলে আশা করছে দেশটির সরকার।
যদিও নতুন এ আইনের বেশ সমালোচনা করছে প্রযুক্তি কোম্পানিগুলো। কেননা, আইনটি কার্যকর করার দায়িত্ব প্রযুক্তি কোম্পানিগুলোর উপর বর্তাবে বলে জানা যায়।
এ আইন কার্যকর হওয়ার ফলে এখন হতে ১৬ বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম ব্যবহার রোধ করার জন্য "যুক্তিসঙ্গত পদক্ষেপ" নিতে ব্যর্থ হলে সামাজিক মাধ্যম কোম্পানিকে সাড়ে ৪৯ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার অথবা ৩৩ মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত জরিমানা করা হতে পারে বলে ধারণা।
স্বাধীনতার বার্তা / মেবি
