সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ ভিডিওচিত্র ২

সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনায় হজ্জ ও ওমরা পালনের জন্য বিশ্বজুড়ে লাখো মুসল্লির সমাগম ঘটে। তবে হজ্জ মৌসুমে ভিড় নিয়ন্ত্রণে এবারও কঠোর পদক্ষেপ নিয়েছে সৌদি সরকার। গত কয়েক বছরের মতো এবারও হজ্জের আগে ওমরার ভিসা কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা নতুন নির্দেশনায় জানানো হয়েছে যে, ওমরার ভিসা প্রবেশের শেষ তারিখ ছিলো হিজরি ১৪৪৬ সালের ১৫ শাওয়াল (১৩ এপ্রিল ২০২৫) পর্যন্ত। এরপর ১ জিলকদ (২৯ এপ্রিল ২০২৫) এর মধ্যে সকল ওমরাহযাত্রীকে দেশ ত্যাগ করতে হয়েছে।

২৫ শাওয়াল ১৪৪৬ হিজরি (২৩ এপ্রিল ২০২৫) থেকে মক্কা নগরীতে প্রবেশের জন্য সৌদি আরবে বসবাসরত ব্যক্তিদের বিশেষ অনুমতিপত্র প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। বৈধ হজ্জ পারমিট, মক্কার বাসিন্দার প্রমাণপত্র বা হজ্জ মৌসুমে কর্মরত থাকার অনুমতি ছাড়া কেউ মক্কায় প্রবেশ করতে পারবেন না।

হিজরি ১ জিলকদ (২৯ এপ্রিল ২০২৫) থেকে ১০ জুন ২০২৫ পর্যন্ত "নুসুক" প্ল্যাটফর্মের মাধ্যমে ওমরাহ পারমিট ইস্যু সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা সৌদি নাগরিক, জিসিসি (GCC) দেশগুলোর নাগরিক, প্রবাসী শ্রমিক ও সকল ধরনের ভিসাধারীদের ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য।

এদিকে ২৯ এপ্রিল থেকে শুধুমাত্র হজ্জ ভিসাধারীদের মক্কায় প্রবেশের অনুমতি থাকবে। অন্য সকল ধরনের ভিসা (যেমন পর্যটন, কাজ ইত্যাদি) নিয়ে মক্কায় প্রবেশ বা অবস্থান নিষিদ্ধ করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকলকে এসব নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে। নিয়ম লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে।

প্রতিবছর হজ্জের সময় সৌদি আরবে বিশাল জনসমাগম হয়। জনসাধারণের নিরাপত্তা, সুবিধা ও সুশৃঙ্খল হজ্জ পরিচালনার লক্ষ্যে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়ে থাকে। হজ্জ শেষ হওয়ার পর পুনরায় ওমরার ভিসা কার্যক্রম চালু হবে বলে আশা করা যাচ্ছে।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর