আগামী বিশ্বকাপ খেলতে ইচ্ছুক মেসি
২০২৬ বিশ্বকাপ মিশনে আর্জেন্টিনা দলের সাথে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন লিওনেল মেসি। ইন্টার মিয়ামির এই তারকা ধরে রাখতে চান বিশ্বকাপ শিরোপাটি। এই ফুটবল জাদুকর খেলতে চান যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার মাটিতে আগামী বছর অনুষ্ঠিত হওয়া ফুটবলের বিশ্বমঞ্চে। কিন্ত ফিট থাকা না থাকার উপর নির্ভর করছে তার সকল ইচ্ছা। নিজের মনের এক কোণে লুকানো এই চাওয়া নিয়ে মার্কিন সংবাদমাধ্যমকে মেসি বলেছেন, ‘সত্যি কথা বলতে, বিশ্বকাপ খেলা মানেই হলো একটি অসাধারণ ব্যাপার। দলের সাথে থাকলে জাতীয় দলের সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই।’
মেসি আরও বলেন, ‘আগামী বছর ইন্টার মিয়ামির প্রাক্-মৌসুমের প্রস্তুতি শুরুর পরেই প্রতিদিন নিজের শরীরের অবস্থা পর্যালোচনা করে দেখব আমি শতভাগ ফিট আছি কিনা। আমি বেশ উৎসাহী, কারণ এটি বিশ্বমঞ্চ। আমরা তো পূর্বের বিশ্বকাপটা জিতেছি, এখন সেটি অক্ষুণ্ণ রাখার সুযোগ পাওয়া হবে এক দারুণ সুযোগ। জাতীয় দলের জার্সিতে খেলা সব সময়ই স্বপ্নের মতো লাগে বিশেষ করে মেজর কোনো টুর্নামেন্ট খেলার সময়। প্রত্যাশা করছি, সৃষ্টিকর্তা এইবারও সুযোগটা আমাকে দেবেন।’
স্বাধীনতার বার্তা / মেবি
