বিশ্বকাপের কোয়ার্টারে আর্জেন্টিনা
অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে নাইজেরিয়াকে ৪-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এই জয়ের মাধ্যমে আসরের কোয়ার্টার ফাইনালে উঠল দলটি।
চিলির সান্তিয়াগোর এস্তাদিও নাসিওনাল স্টেডিয়ামে এজয়ের মাধ্যমে ২০২৩ সালের আসরে একই পর্বে নাইজেরিয়ার নিকট ২-০ গোলে হারের প্রতিশোধও নিল আর্জেন্টিনা দল।
ম্যাচের দ্বিতীয় মিনিটের মধ্যেই আর্জেন্টিনাকে এগিয়ে দেয় আলেখো সারকো। ২৩তম মিনিটে বক্সের ঠিক বাইরে নাসিরু সালিহুর ফাউলের পরে পাওয়া ফ্রি-কিকে গোল করে ব্যবধান দ্বিগুণ করে দেন মাহের ক্যারিজো। প্রথমার্ধে সালিহু ফাউলের শিকার হলে নাইজেরিয়া পেনাল্টির দাবি জানায়, তবে রেফারি সেটিও ফাউল করে দেয় করে দেন।
নাইজেরিয়ার উইঙ্গার ওসির আচিহি ডানদিক হতে কয়েকটি বিপজ্জনক ক্রস তুললেও আর্জেন্টাইন রক্ষণ সামলে নেয় সেই পরিস্থিতি। প্রথমার্ধের শেষ মুহূর্তে ড্যানিয়েল দাগা একটি দুর্দান্ত সুযোগ পান, কিন্ত গোলরক্ষক সান্তিনো বারবি চমৎকার সেভ করে তাকে গোলবঞ্চিত করে দেন।
দ্বিতীয়ার্ধে ৫৩তম মিনিটে আরেকটি দ্রুত আক্রমণ হতে ক্যারিজো নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি সম্পূর্ণ করেন।
৬৬তম মিনিটে বদলি খেলোয়াড় মাতেউস সিলভেত্তি শটে বল পাঠান নাইজেরিয়ান গোলরক্ষক এবেনেজার হারকোর্টের ডানদিকের নিচের কোনায় যা আর্জেন্টিনাকে ৪-০ তে এগিয়ে দেয়।
এই হারে মাধ্যমেই শেষ হলো নাইজেরিয়ার অভিযান।
স্বাধীনতার বার্তা / মেবি
