আজ হোয়াইটওয়াশ মিশন বাংলাদেশের
আফগানিস্তানের বিপক্ষে তিনটি ম্যাচ সিরিজের প্রথম দু'টি ম্যাচে জয় পেয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ দল। আফগানদের হোয়াইটওয়াশ করার মিশনে আজ তৃতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামতে যাচ্ছে জাকের আলী অনিকের দল। প্রথম দুই টি-টোয়েন্টিতে দারুণ জয়ের পর তৃতীয় ম্যাচেও জয় নিশ্চিত করার ব্যাপারে আশা করছে লাল-সবুজ প্রতিনিধিরা। আজ এই ম্যাচ শুরু হবে রাত সাড়ে ৮টার দিকে। প্রথম দুই ম্যাচে কোনো প্রকার পরীক্ষা চালায়নি বাংলাদেশ দল। ধারণা করা যাচ্ছে, তৃতীয় টি-টোয়েন্টিতে একাদশে বেশ কয়েকটি পরিবর্তন আনতে পারে বাংলাদেশ দল। মূলত সিরিজ পূর্বেই নিশ্চিত হওয়ায় একাদশ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে বলে জানানো হয়। সেক্ষেত্রে একাদশে বেশ পরিবর্তন আসতে পারে।আফগানিস্তানও নিজেদের একাদশ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করবে। এক ম্যাচ হাতে রেখে সিরিজহার নিশ্চিত করায় দলটির উদ্দেশ্য একমাত্র এখন হোয়াইটওয়াশ এড়ানো। আফগানদের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত হওয়ায় এটা নিয়ে মোট চতুর্থ সিরিজ জিতেছে বাংলাদেশ দল। কিন্ত কোনোবারই প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার সুযোগ হয়ে ওঠেনি। সর্বশেষ ২০২৪ সালের নভেম্বর-ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজকে ঘরের মাঠে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ দল। এবার আবার প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার উদ্দেশ্যে মাঠে নামবে জাকের আলী অনিকের দল।