ভেনেজুয়েলাকে হারিয়েছে আর্জেন্টিনা দল
এ ম্যাচে উপস্থিত ছিলেন না দলের সেরা তারকা লিওনেল মেসি। ম্যাচের পূর্বে চোটে পড়েন তরুণ তারকা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। তাতে অবশ্য জয় পেতে খুব একটা সমস্যা হয়নি বিশ্বচ্যাম্পিয়নদের। যদিও ব্যবধানটা ছিল একেবারে সাদামাটা। পুরো ম্যাচ দাপুটে খেলে আলবিসেলেস্তেরা জিতেছে ১-০ গোলের ব্যবধানে। আর গোলটি করে জিওভানি লো সেলসো।
এ ম্যাচ দিয়ে আবার জয়ের ধারায় ফিরল আর্জেন্টিনা। সেপ্টেম্বর মাসে বিশ্বকাপ বাছাই পর্বের শেষ ম্যাচেও মেসিকে বিশ্রাম দিয়েছিলেন কোচ। ইকুয়েডরের বিপক্ষে ম্যাচটি ১-০ ব্যবধানে হেরে গিয়েছিল আর্জেন্টিনা। তবে এইবার মেসিকে ছাড়াই জিতল।
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ষষ্ঠ মিনিটে দলকে এগিয়ে নেওয়ার দারুণ সুযোগ পেয়েও মিস করেন লাউতারো মার্টিনেজ। সাত মিনিট পরে তার আরেকটি শট হয়, তবে সেটিও হয় লক্ষ্যভ্রষ্ট। ১৭তম মিনিটে নিকো পাসের শট ঝাঁপিয়ে আটকান ভেনেজুয়েলা গোলকিপার জোসে কনত্রেরাস।
৩১তম মিনিটে হঠাৎই সুবর্ণ সুযোগ পায় ভেনেজুয়েলা। তবে গোলমুখে ফাঁকায় বল পেয়েও অবিশ্বাস্যভাবে লক্ষ্যভ্রষ্ট হন আলেহান্দ্রো মার্কেস। এক মিনিট পরেই এগিয়ে যায় আর্জেন্টিনা। পাল্টা আক্রমণে লো সেলসো ভেনেজুয়েলার জালে বল পাঠান।
পরবর্তী প্রীতি ম্যাচে বাংলাদেশ সময় অনুসারে আগামী মঙ্গলবার ভোরে পুয়ের্তো রিকোর মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা।
স্বাধীনতার বার্তা / মেবি
