ওয়ানডেতে ট্রিপল সেঞ্চুরি হারজাসের
হারজাস সিং তার রানের খাতা খোলেন ছক্কা হাঁকিয়ে। সে আবার মোকাবেলা করে ষষ্ঠ বলে। তার মানে প্রথম পাঁচ বলে কোনো রানের দেখাই পাননি। পরবর্তীতে যে মারকাটারি ব্যাটিং পারফরম্যান্স উপহার দিয়েছেন তা এক কথায় দুর্দান্ত!
ব্যাট হাতে নিয়ে ঝলক দেখিয়ে অস্ট্রেলিয়ার হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলা হারজাস মোকাবিলা করেছেন ১৪১টি বল। এর ফলেই তার নামের পাশে যুক্ত হয়েছে ৩১৪ রান!
ট্রিপল সেঞ্চুরির দুরন্ত এ ইনিংসটি সাজান ১২টি বাউন্ডারি ও ৩৪টি ছক্কার মাধ্যমে। ওভার বাউন্ডারির বহু বলই উড়ে গিয়েছে মাঠের বাইরে। যার অর্থ হারিয়েছে সেসব বল। সেই হারানো বলগুলোর বাজার মূল্য বর্তমানে প্রায় ২ হাজার অস্ট্রেলিয়ান ডলার। বাংলাদেশি মুদ্রায় যা কমপক্ষে ১ লাখ ৬০ হাজার টাকা।
ভারতীয় বংশোদ্ভূত হারজাসের বয়স মাত্র ২০ বছর।