আফগানদের হোয়াইটওয়াশ করল টাইগাররা
আফগানিস্তানকে হারাতে পারলেই হোয়াইটওয়াশের স্বাদ গ্রহণ করবে বাংলাদেশ দল। এরূপ সমীকরণ নিয়ে মাঠে নেমেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। দারুণ বোলিংয়ের পরে ১৪৫ রানের উদ্দেশ্যে ব্যাটিংয়েও শুরুটা ছিল ভালো। জাকের আলী-শামীম পাটোয়ারীর বিদায়ের পরের মুহূর্তেই কিছুটা ভড়কে যায় বাংলাদেশের ব্যাটিং। তাতে কিছুটা দেরি হলেও শেষ পর্যন্ত ৬ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগারকে। ১২ বল পূর্বেই নিশ্চিত করা এ জয়ে আফগানদের প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের স্বাদ পেল লাল-সবুজের প্রতিনিধিরা।১৪৫ রানের উদ্দেশ্যে খেলতে নেমে দলীয় ২৪ রানে ওপেনার পারভেজ হোসেন ইমন। দ্বিতীয় উইকেটে অপর ওপেনার তানজিদ তামিমকে সাথে নিয়ে ৩৯ বলে ৫৫ রানের জুটি গড়ে। আর তাতে কিছুটা স্বস্তি ফেরে বাংলাদেশ দলের ড্রেসিংরুমে।
তানজিদ ৩৩ বলে ৩৩ রান করে আউট হলে ভাঙে এজুটি। পরে তৃতীয় উইকেটে অধিনায়ক জাকের আলীকে সাথে নিয়ে ১৯ বলে ৩০ রান যুক্ত করেন সাইফ। টানা দুই উইকেট হারিয়ে দিশা হারায়নি বাংলাদেশ। একের পর এক ছক্কা হাঁকানো সাইফের পুরো ইনিংসে ছিল মোট ৭টি ছক্কা। তিনি শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৩৮ বলে ৬৪ রান করে।
এর পূর্বে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৪৪ রানে শেষ হয়ে যায় আফগানিস্তানের ইনিংস। ম্যাচসেরা হয়েছেন সাইফ হাসান ও সিরিজ সেরা হয়েছেন নাসুম আহমেদ।
