শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালের যাওয়ার পথ সহজ করলো বাংলাদেশ
দিন দুয়েক আগেও শ্রীলঙ্কার ওপর নির্ভর করছিল বাংলাদেশ সুপার ফোরে খেলতে পারবে কি না। এখন তাদের হারিয়ে তারা দেখতে শুরু করেছে নতুন স্বপ্ন। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যের কথা যদিও বারবারই বলছিলেন ক্রিকেটাররা। কিন্তু তাতে বিশ্বাসী মানুষের সংখ্যা ছিল কম।
তবে বাংলাদেশ যে ফাইনাল খেলতে পারে, তা তো এখন বাস্তবতাই। এশিয়া কাপের সুপার ফোরে কাল দুবাইয়ে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে দেওয়ার পর বাংলাদেশের সামনে এখন পথটা সহজ। ভারত বা পাকিস্তানের কাউকে হারিয়ে দিলেই তাদের জন্য খোলা হবে ফাইনালের দরজা।
সেই স্বপ্নে তাঁরা আরও এক ধাপ এগিয়েছেন বলে মনে করেন লঙ্কানদের বিপক্ষে ম্যাচসেরা সাইফ হাসান, ' টুনামেন্টে আসার আগে সবার মধ্যে বিশ্বাস ছিল যে আমরা ফাইনাল খেলবে। আরও একটা ধাপ এগিয়ে। এখনো দুটো ম্যাচ বাকি। আমাদের ফোকাস পরের ম্যাচের দিকেই