সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ ভিডিওচিত্র ২

গতকালকে এশিয়া কাপে শ্রীলঙ্কা ও ভারত ম্যাচ সুপার ওভারে বিরল ঘটনা। এতে আশ্চর্য হলেন প্লেয়ার, দর্শক এমনকি ধারাভাষ্যকারেরাও। শেষ পর্যন্ত শ্রীলঙ্কার ব্যাটসম্যান নট আউট থেকে যান।

ঘটনাটি ঘটে সুপার ওভারের ৪ নম্বর বলে। সুপার ওভার বোলিং করেছিলেন ভারতের পেস বোলার আশর্দীপ। শানাকাকে অপ স্ট্যাম্পের বাহিরে দারুণ এক ইয়র্কার বল করেন তিনি। এতে শ্রীলঙ্কার ব্যাটসম্যান পরাস্ত হন। বল চলে যায় উইকেট কিপারের হাতে। এতে ভারতের বোলার আশর্দীপ সিং ক্যাচ আউটের আবেদন করেন। এতে বাংলাদেশী আম্পায়ার‌ও আউট দেন।

এর মধ্যেই এক অদ্ভুত ঘটনা ঘটে। ভারতের উইকেট কিপারের হাতে বল। কিন্তু শ্রীলঙ্কার ব্যাটসম্যান শানাকা এক রান নেওয়ার চেষ্টা করেন। স্যামান থ্রো করে স্ট্যাম্প ভাঙেন। তখন পিচ থেকে অনেক দূরে ছিলেন লঙ্কান ব্যাটসম্যান দাসুন শানাকা। তখন সবাই ভাবছিলে শানাকা আউট এবং শ্রীলঙ্কার ইনিংস শেষ।

কিন্তু শানাকা নিয়মের কারণে বেঁচে যান। ক্রিকেটের নিয়ম বলছে, আম্পায় যখন আউট দেয় তখন বলটি ডেড হয়ে যায়। তার মানে হচ্ছে এর পর যা কিছু ঘটে এতে আর কনো গুরুত্ব থাকে না। আম্পায়ার ক্যাচ আউট দেওয়ার পর শানাকা রিভিউ নেয়। আলট্রা এজে দেখা যায় বল ব্যাটে লাগে নাই। তাতে দাসুন শানাকা নট আউট থেকে যান। নিয়ম অনুযায়ী এরপরে রান আউটের আর কোনো সুযোগ থাকলো না।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর